ভীমের পান্টি দিবর দীঘি চক চান্দিরার ৩৬৫ পুকুর জবই বিল বলিহার রাজবাড়ী পতিসর কাচারীবাড়ি কুসুম্বা মসজিদ নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নওগাঁ জেলা প্রাচীন বরেন্দ্র জনপদের অংশ। বাংলাদেশের উত্তর-পশ্চিমভাগে বাংলাদেশ এবং ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখন্ডটি ১৯৮৪ সালের ১লা মার্চের পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো, সেটাই আজকের নওগাঁ জেলা। ইতিহাস : নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে 'নও' অর্থাৎ নতুন এবং 'গাঁ' অর্থাৎ গ্রাম। এই শব্দ দুইটির অর্থ হলো নতুন গ্রাম। নওগাঁ প্রাচীন পুন্ড্র জনপদের অংশ ছিল। অপরদিকে এটি আবার বরেন্দ্র জনপদেরও অবিচ্ছেদ্য অংশ ছিল। নওগাঁর আদিবাসীরা ছিল প্রাচীন পুন্ড্র জাতির বংশধর। ছোট ছোট নদী প্রবাহিত এ জেলা প্রাচীন কাল হতেই কৃষি কাজের জন্য খ্যাত। কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী এলাকার বিভিন্ন অঞ্চল নিয়ে অনেক জমিদার গোষ্ঠী এখানে গড়ে ওঠে। এ জমিদার গোষ্ঠীর আশ্রয়েই কৃষি কাজে সহযোগী হিসেবে সাঁওতাল খ্যাত জনগোষ্ঠীর আগমন ঘটে এ অঞ্চলে। সাঁওতাল গোষ...
Comments
Post a Comment